×

আন্তর্জাতিক

পৃথিবী থেকে বহু দূরে পানির খোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৯ পিএম

পৃথিবী থেকে বহু দূরে পানির খোঁজ
কাগজ ডেস্ক : মহাকাশের একটি গ্রহ বসবাসযোগ্য বলে প্রথমবারের মতো প্রমাণ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেখানে পৃথিবীর মতো বায়ুমণ্ডল রয়েছে। আছে প্রাণের বিকাশের জন্য উপযুক্ত তাপমাত্রা। ফলে বিজ্ঞানীদের ধারণা, ওই গ্রহে প্রাণ রয়েছে। এই গ্রহটির নাম কেটু-১৮বি। এটি গ্রহটি প্রথম আবিষ্কৃত হয় ২০১৫ সালে। কেটু-১৮বি কয়েকশ মহাপৃথিবীর একটি, যেখানে ভূখণ্ডের পরিমাণ পৃথিবী এবং নেপচুনের মাঝামাঝি। এটি একটি তারাকে প্রদক্ষিণ করে। এই গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, তা নিয়ে এখন নতুন করে কাজ শুরু করবেন বিজ্ঞানীরা। সম্প্রতি নেচার অ্যাস্ট্রনমি নামে একটি বিজ্ঞান সাময়িকীতে এই গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে। নাসা সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এই প্রথম কোনো এক্সোপ্ল্যানেট বা বহির্গ্রহে পানির অস্তিত্বের প্রমাণ মিলল, যেখানে সেটির তরল আকারে থাকার সম্ভাবনা অনেক বেশি। প্রধান বিজ্ঞানী লন্ডনের প্রফেসর জিওভান্না টিনেত্তি এটাকে ‘বিস্ময়কর আবিষ্কার’ বলছেন। তিনি বলেন, এই প্রথমবারের মতো মহাকাশের যে এলাকা বসবাসযোগ্য, সেই এলাকার মধ্যে এক গ্রহে আমরা পানির অস্তিত্ব খুঁজে পেলাম। মহাকাশের ওই স্তরের যে তাপমাত্রা তাতে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। নতুন এই গ্রহের আকার পৃথিবীর দ্বিগুণেরও বেশি। গ্রহের হিসাবে এটি ‘মহাপৃথিবী’ (সুপার আর্থ) হিসেবে বিবেচিত। এখানকার তাপমাত্রা শূন্য থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ যে তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকতে পারে। কেটু-১৮বি গ্রহের দূরত্ব পৃথিবী থেকে ১১১ আলোক বর্ষ। অর্থাৎ এটি পৃথিবী থেকে প্রায় ৬৫০ মিলিয়ন মিলিয়ন মাইল দূরে, অনুসন্ধানী মহাকাশযান পাঠানোর জন্য যা খুবই দূরে। এখন একমাত্র পথ হলো, ২০২০-এর দশকে নতুন প্রযুক্তিসম্পন্ন মহাকাশ টেলিস্কোপ উদ্ভাবন করে তা সেখানে পাঠানো পর্যন্ত অপেক্ষা করা। লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ের ড. ইঙ্গো ওয়াল্ডম্যান বলছেন, এই যান ওই গ্রহের আবহাওয়ামণ্ডল পরীক্ষা করে দেখবে সেখানে কোনোরকম জীবিত প্রাণী গ্যাস সৃষ্টি করতে পারে কিনা। তিনি আরো বলেন, বিজ্ঞানের জন্য এটাই অন্যতম সবচেয়ে বড় একটি প্রশ্ন আমাদের সবসময় ভাবিয়েছে যে, মহাজগতে আমরাই কি একমাত্র প্রাণী? মহাজগতের বায়ুমণ্ডলে প্রাণের কারণে অন্য কোনো ধরনের রাসায়নিক নির্গত হয় কিনা, সে সম্পর্কে আগামী দশ বছরের মধ্যে আমরা জানতে পারব। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই গ্রহ আবিষ্কারের পেছনে যে দলটি কাজ করেছে তারা ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কৃত গ্রহগুলো পর্যবেক্ষণ করেন। গ্রহগুলো যখন তাদের সূর্যকে প্রদক্ষিণ করে তখন তাদের আলোয় কী ধরনের পরিবর্তন হয় তা দেখে তারা এসব গ্রহের বায়ুমণ্ডলে রাসায়নিকের উপস্থিতি গবেষণা করে দেখেন। এগুলোর মধ্যে একমাত্র কেটু-১৮বি গ্রহে পানির অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায়। কম্প্যুটার মডেলিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা দেখেছেন, নতুন এই গ্রহের বায়ুমণ্ডলের ৫০ শতাংশই পানি। বৈজ্ঞানিক দলের একজন ড. এঞ্জেলস সিয়ারাস। তিনি বলেন, সৌরজগতের বাইরে বাসযোগ্য একটি গ্রহের বায়ুমণ্ডলে পানির অস্তিত্ব আবিষ্কার ‘রীতিমতো উত্তেজনাকর’। এই আবিষ্কারের ফলে একটা মৌলিক প্রশ্ন এখন আমাদের সামনে- পৃথিবী কি একমাত্র গ্রহ যেখানে জীবন আছে? তবে এভাবে এগোনোর একটা সমস্যা হলো- মহাকাশ বিজ্ঞানীরা একটা বিষয়ে একমত হতে পারেননি, সেটা হলো কোন গ্যাসের উপস্থিতি প্রাণের অস্তিত্বের ইঙ্গিত বহন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App