×

খেলা

তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪১ পিএম

তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ
ভারতের বিপক্ষে মাত্র ৬ রানে হেরে যাওয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের যুবাদের। অথচ ভারতের দেয়া ১০৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে পারলেই নতুন ইতিহাসের জন্ম দিতে পারত জুনিয়ার টাইগাররা। শ্রীলঙ্কার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশের যুবারা। টস জিতে আগে ব্যাটিং করতে নামা ভারতীয় যুবারা জুনিয়র টাইগারদের বোলিংয়ের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারেননি। মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় ভারতীয়দের ইনিংস। বাংলাদেশের পক্ষে শামিম হোসেন পেয়েছেন ৩টি উইকেটে। আর মৃত্যুঞ্জয় চৌধুরী পেয়েছেন ২ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও শাহীন আলম। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক পর্যায়ে ৭৮ রানেই ৮ উইকেট হারায় আকবর আলির দল। তবে নবম উইকেটে তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসানের ব্যাটিং দৃঢ়তায় জয়ের স্বপ্ন দেখে জুনিয়র টাইগাররা। তারা ২৩ রানের জুটি গড়েন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচটি ৬ রানে জিতে নেয় ভারতীয় যুবারা। এ নিয়ে অষ্টমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতল ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App