×

জাতীয়

কুলাউড়া ‘উপবন’দূর্ঘটনায় ক্ষতি ২৮ লাখের ওপরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫ পিএম

কুলাউড়া ‘উপবন’দূর্ঘটনায় ক্ষতি ২৮ লাখের ওপরে
গত ২৩ জুন সিলেট থেকে ছেড়ে আসা ডাইন উপবন এক্সপ্রেস ট্রেনটি বরমচাল-কুলাউড়া স্টেশনের ১ কিলোমিটার দূরে ৯ নম্বর সেতু অতিক্রমকালে দুর্ঘটনায় পতিত হয়। এর ফলে রেলওয়ের মোট ২৮ লাখ ৩৪ হাজার ২৫৭ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে রেলের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ দূর্ঘটনার ফলে যান্ত্রিক বিভাগের ২৩ লাখ ৮৮ হাজার ৩৫৭ টাকা, সিগন্যাল এ- টেলিকমিউনিকেশন বিভাগের ২ লাখ ৩৯ হাজার এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ লাখ ৬ হাজার ৯ শত টাকা ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট রেলপথের যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় এ দূর্ঘটনার কারণ বলে উল্লেখ করা হয়েছে। এ দূর্ঘটনায় দু’জন নার্সসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রেনের কর্তব্যরত গার্ডসহ ৬৫ জন। তদন্তে রেলওয়ের সিলেট বিভাগের এসএসএই/ওয়ে/ কুলাউড়া-মো. জুলহাস ও রেলওয়ের মেট সাইফুল আলমকে দায়ী করে তাদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। সেই সাথে নিয়মিত রেল লাইন রক্ষণাবেক্ষণসহ ৭ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App