×

খেলা

আফগানদের পাহাড়সম স্কোর তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৪ পিএম

আফগানদের পাহাড়সম স্কোর তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আজকের ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। এটি টি-টোয়েন্টিতে আফগানদের ষষ্ঠ সর্বোচ্চ। জবাব দিতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ৩১ রান করেছে জিম্বাবুয়ে।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভার থেকে মাসাকাদজার দলের বোলারদের ওপর চড়াও হন আফগান ব্যাটসম্যানরা। মাত্র ৫.১ ওভারেই ৫০ ছুঁই কাবুলিওয়াদের স্কোর। আফগান ইনিংসে প্রথম আঘাতটি আনেন পেসার টেন্ডাই চাতারা।

সাধারণত মারমুখী ঢঙে ব্যাটিং করতে দেখা যায় আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। কিন্তু এদিন স্বভাববিরুদ্ধ মেজাজে ব্যাট চালিয়েছেন তিনি। চাতারার বলে শেন উইলিয়ামসের হাতে ক্যাচ দেয়ার আগে জাজাই করেন ১৪ বলে ১৩ রান। তবে ইনিংসের অন্যপ্রান্তে ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের রানের গতি সচল রাখেন আরেক ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। মাত্র ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। তবে জিম্বাবুয়ের বোলারদের ওপর সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছেন নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি। মাত্র ৩০ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নাজিবউল্লাহ। ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকানোর ম্যাচে অপরাজিত থাকেন তিনি। আর নবি আউট হন ১৮ বলে ৪ ছক্কায় ৩৮ রানের টর্নেডো ইনিংস খেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App