×

জাতীয়

আজ আসছে ড্রিমলাইনার রাজহংস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০ এএম

আজ আসছে ড্রিমলাইনার রাজহংস

বাংলাদেশ বিমান/ ফাইল ছবি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্ত হতে যাচ্ছে চতুর্থ ড্রিমলাইনার রাজহংস। বিকেল পৌনে ৪টায় বোয়িং ৭৮৭-৮ সিরিজের এই অত্যাধুনিক এয়ারক্রাফ্টটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার কথা রয়েছে। এরপর প্রথা অনুযায়ী ওয়াটার ক্যানুন স্যালুট দিয়ে বরণ করে নেয়া হবে রাজহংসকে। বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর সকালে রাজহংসের চাবি ও মালিকানা সংক্রান্ত কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বোয়িংয়ের পক্ষে পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বারবার বিমানের পরিচালক (প্রকিওরমেন্ট এন্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলামকে এসব বুঝিয়ে দেন। বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে আসার কথা ছিল রাজহংসের। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্মাতা কোম্পানি বোয়িংয়ের পক্ষ থেকে দুদিন সময় পেছানো হয়। বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, অন্য ড্রিমলাইনারগুলোর মতোই রাজহংসেরও উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদিন সময় পেছানোর কারণে উদ্বোধনের দিনক্ষণও নতুন করে নির্ধারণ করা হবে। রাজহংসকে যুক্তরাষ্ট্রের সিয়াটল বিমানবন্দর থেকে শাহজালালে উড়িয়ে আনতে বিমানের সিনিয়র পাইলট ও বিমানের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীর নেতৃত্বে চারজন পাইলট যুক্তরাষ্ট্রে যান। রাজহংস যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টি। এর আসন সংখ্যা ২৭১। এর মধ্যে বিজনেস ক্লাস রয়েছে ২৪টি ও ইকোনমি ক্লাস ২৪৭টি। বিজনেস ক্লাসের ২৪টি আসনে ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড সুবিধা আছে। সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। বিমানটিতে যাত্রীরা অন্যান্য আধুনিক সুবিধাসহ ইন্টারনেট ও ফোন কল করার সুবিধাও পাবেন। ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান কেনার জন্য চুক্তি করে বিমান। এর মধ্যে চারটি ৭৭৭-৩০০ ইআর, দুটি ৭৩৭-৮০০ ও তিনটি ৭৮৭-৮ সিরিজের এয়ারক্রাফ্ট বিমানবহরে যুক্ত হয়েছে। শেষ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি আসছে আজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App