×

জাতীয়

সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩১ পিএম

সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা
সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা
সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা
সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা
সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে আদিবাসী রাখাইনদের আড়াইশ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী পালতোলা নৌকা। প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্বরূপ নৌকাটি সংরক্ষণের উদ্যোগ নেয় খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নৌকাটি নতুন করে আগের আদলে তৈরি করে দর্শনার্থীদের জন্য কুয়াকাটা কেরানীপাড়ার বৌদ্ধবিহারের পাশে স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। জমি অধিগ্রহণ করে টিনশেড একচালা একটি ঘর নির্মাণ করে ২০১৩ সালের ২১ আগস্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেয় দর্শনার্থীদের জন্য। এরপর আর কোনো তদারকি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। টিনের ওই একচালা ঘরটি ঝড়-বাতাসে ভেঙে পড়ে যাওয়ায় গত দুই বছর ধরে বৃষ্টিতে ভিজে ও রৌদ্রের তাপে নষ্ট হয়ে গেছে নৌকাটি। কুয়াকাটায় আগত পর্যটকদের কাছে আদি নিদর্শন হিসেবে অন্যতম পালতোলা এই নৌকাটি। রাখাইনদের আদি নিদর্শন ও ইতিহাস-ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী নৌকাটির বেহাল দশা দেখে পর্যটকরা হতাশ হয়েছেন। প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত এ জাদুঘরটি সংস্কারের ব্যবস্থা না নিলে অচিরেই কালের সাক্ষী পালতোলা নৌকাটি হারিয়ে যাবে বলে মত পর্যটক ও স্থানীয়দের। জানা যায়, কুয়াকাটার ইতিহাস-ঐতিহ্য ও রাখাইনদের কালের সাক্ষী পালতোলা এই নৌকায় করে প্রায় পৌন তিনশ বছর আগে মিয়ানমারের তৎকালীন আরাকান রাজ্য থেকে পালিয়ে এসে পটুয়াখালীর কুয়াকাটাসহ উপকূলের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে রাখাইনরা। রাখাইনদের সেই পালতোলা জাহাজ বা নৌকাটি আজ ধ্বংসের মুখে। রাখাইনদের ইতিহাস সূত্রে আরো জানা যায়, ওই সময় নৌকাটি সমুদ্রের সঙ্গে সংযুক্ত ছোট খালের মধ্যে ফেলে রাখা হয়। পরবর্তীতে জলোচ্ছ্বাস ও বন্যায় নৌকাটি তলিয়ে গিয়ে আস্তে আস্তে পলিমাটির নিচে হারিয়ে যায়। কালের বিবর্তনে আড়াইশ বছর পরে আশির দশকে পালতোলা নৌকাটি গরু-মহিষের পানির চাহিদা মেটাতে কুয়া খুঁড়তে গিয়ে রাখালদের নজরে আসে। তখন স্থানীয়রা নৌকাটি উত্তোলনের চেষ্টা করে ব্যর্থ হয়। কথিত রয়েছে নৌকাটি তুলতে গিয়ে এক ব্যক্তি মারাও যান। নৌকাটি উদ্ধার নিয়ে এলাকাবাসীর মাঝে ভৌতিক ও কাল্পনিক নানা কল্প-কাহিনীর গল্প শোনা গেছে। নৌকাটি আবার মাটির নিচে চাপা পড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App