×

আন্তর্জাতিক

মোবাইলে কথা বলতে বলতে সাপের উপর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৮ পিএম

মোবাইলে কথা বলতে বলতে সাপের উপর!
মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়া, ট্রেন বা গাড়ির নিচে পড়ে নিহত হওয়ার ঘটনা হরহামেশাই ঘটছে। তবে ফোনে কথা বলতে বলতে সাপের ওপর বসে পড়ার ঘটনা বিরল। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গোরখপুরের রিয়ান গ্রামে। জানা গেছে, গত বুধবার রাতে থাইল্যান্ডে কর্মরত স্বামী জয় সিং যাদবের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন তার স্ত্রী গীতা। ওই সময় এক জোড়া বিষধর সাপ গীতার অগোচরে ঘরে প্রবেশ করে এবং বিছানার এক কোণায় আশ্রয় নেয়। গীতা ফোনে কথা বলতে বলতে ঘরময় হাঁটছিলেন। বিছানার চাদরের প্রিন্ট সাপের গায়ের সঙ্গে মিলে যাওয়ায় গীতা সাপগুলোর অস্তিত্বই টের পাননি। কথা বলার একপর্যায়ে গীতা বিছানায় থাকা সাপগুলোর ওপর বসে পড়েন। সঙ্গে সঙ্গে সাপগুলো তাকে কামড় দেয় আর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা টের পেয়ে গীতাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গীতার মৃত্যু হয়। পরবর্তী সময়ে ঘরে ফিরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গীতার ঘরে সাপ দুটিকে দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন। সাপ বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপ দুটি যখন মিলনে ব্যস্ত ছিল তখনই ওই নারী ভুল করে তাদের ওপর বসে পড়েছিলেন। সূত্র : এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App