×

জাতীয়

ডেঙ্গু বিস্তারের শঙ্কা বাড়াচ্ছে বৃষ্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯ এএম

ডেঙ্গু বিস্তারের শঙ্কা বাড়াচ্ছে বৃষ্টি
কদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি বদলে দিতে পারে ডেঙ্গু পরিস্থিতি। যা দুর্ভাবনার কারণে পরিণত হয়েছে। কেননা, কীটতত্ত্ববিদ ও বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অনেকটা কমে আসলেও থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত ডেঙ্গু পরিস্থিতিকে আবারো জটিল করে তুলতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, থেমে থেমে বৃষ্টি এবং রোদ এডিস মশার বংশ বিস্তারের জন্য অনুক‚ল। জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১২ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নয়’শ থেকে ছয়’শর মধ্যেই ওঠানামা করছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পাঁচশ’র নিচে নামলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে। গত ২৪ ঘণ্টায় (১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৭৫০ জন। আক্রান্তের সংখ্যা বুধবার ছিল ৬৩৪ ও মঙ্গলবার ছিল ৭৫৩ জন। কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়েশা আক্তার বলেন, থেমে থেমে বৃষ্টি হলো এডিসের বংশ বৃদ্ধির সহায়ক পরিবেশ। তাই সতর্কতার বিকল্প নেই। পুরো সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যার দিকে তারা নজর রাখছেন বলে জানান। কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, পহেলা জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৩৬৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ১৪১ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ২৯ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৩৫৫ এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৩৭ ও ঢাকার বাইরে এ সংখ্যা ৫১৩ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু সন্দেহে ১৯৭টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১০১টি মৃত্যু পর্যালোচনা করে ৬০টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি। এই ৬০ জনের মধ্যে ৪০ জনের ডেঙ্গু শক সিন্ড্রোম, ৭ জন হেমোরেজিক জ্বর, ২৩ জনের মধ্যে এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হবার প্রমাণ পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App