×

জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ভর্তি ৬৭৩, চিকিৎসাধীন ২৯০০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৯ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৩ জন রোগী। যার মধ্যে ঢাকায় ২২৯ জন ও ঢাকার বাইরে ৪৪৪ জন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ হিসাব করা হয়েছে। এদিকে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ২৯০০ জন রোগী। যাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১২৮২ জন এবং অন্যান্য বিভাগে ১৬১৮ জন। সর্বশেষ হিসাব মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এডিসবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ হাজার ৪০ জন। এর মধ্যে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে আক্রান্ত ৩৫ হাজার ৩৭৩ জন। হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৯৩৭ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ৩৩ হাজার ৭১৬ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু সন্দেহে ২০৩ টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১০১টি মৃত্যু পর্যালোচনা করে ৬০টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি। এই ৬০ জনের মধ্যে ৪০ জনের ডেঙ্গু শক সিন্ড্রোম, ৭ জন হেমোরেজিক জ্বর, ২৩ জনের মধ্যে এর আগেও ডেঙ্গুতে আক্রান্ত হবার প্রমাণ পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App