×

মুক্তচিন্তা

ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৫ পিএম

ভর্তির বিজ্ঞাপন এবং লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়াই ছাত্রলীগের ৩৪ নেতা ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গত ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার পূর্বপ্রস্তুতি হিসেবে ভর্তি হয়েছিলেন তারা। এমতাবস্থায় তাদের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের কারণে অনেক যোগ্য প্রার্থী বিশ্ববিদ্যালয়ের এ বিভাগে ভর্তি হতে বঞ্চিত হয়েছেন। বলা যায়, এতে অভিযুক্তদের নৈতিক স্খলন ঘটেছে নিঃসন্দেহে। দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা গেছে, ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্রলীগের ৩৪ জন সাবেক ও বর্তমান নেতা ছাত্রত্ব টিকিয়ে রাখতে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট গ্রোগ্রামে ভর্তি হন। ভর্তির নীতিমালা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ওই প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। কিন্তু তাদের কেউই তাতে অংশ নেননি। নির্বাচন করতে আগ্রহী এই ৩৪ জনের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্পাদক ও সদস্য পদে নির্বাচনে আটজন অংশ নেন, বিজয়ী হন সাতজন। এ ছাড়া দুটি হল সংসদের ভিপি পদে অংশ নেন দুজন। এর মধ্যে একজন নির্বাচিত হন, অন্যজন পরাজিত হন। আরেকজন ছিলেন ডাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। ভর্তিতে অনিয়মের বিষয়টি ফাঁস হয়ে গেলে সাধারণ ছাত্রছাত্রীদের মনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ও সংশ্লিষ্ট ডিনের পদত্যাগ দাবি করছেন। অবৈধভাবে ভর্তি হওয়া ডাকসু ও হল সংসদে নির্বাচিতদের পদ শূন্য ঘোষণা করে সেই পদগুলোতে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। এমনিতেই গত মার্চে অনুষ্ঠিত হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে। এখন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অবৈধ উপায় অবলম্বন করে জয়ী প্রার্থীদের ছাত্রত্বই মেনে নিতে পারছেন না। তার মধ্যে এই ঘটনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আরো উদ্বেগ বাড়াবে- এটাই স্বাভাবিক। আমরা দেখছি, বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম আর দুর্নীতির বিপরীতে ঢাবি, বুয়েট ও মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের বাইরে থেকেছে। ঢাবির ভর্তি প্রক্রিয়াটিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ায় বিষয়টি দেশের উচ্চশিক্ষার জন্য অশনিসংকেত। অনিয়ম করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্রনেতাদের ভর্তির সুযোগ করে দেয়ার যে অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App