×

খেলা

আফিফ-মোসাদ্দেক জেতালেন বাংলাদেশকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৯ পিএম

আফিফ-মোসাদ্দেক জেতালেন বাংলাদেশকে

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। এই লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞরা ব্যর্থ হয়েছেন প্রত্যাশানুযায়ী ব্যাটিং করতে। ব্যর্থ হয়েছেন লিটন, সাব্বির ও সৌম্যর মতো দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলা ব্যাটসম্যানরাও।

সিনিয়রদের ব্যর্থতার দিনে ঝলক দেখিয়েছেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। মাত্র ৬০ রানে ৬ উইকেট হারিয়ে টাইগাররা যখন হারের প্রহর গুণছিল তখন ক্রিজে আসেন তিনি। আর চরম বিপর্যয়ের মুখে এসেই ব্যাট হাতে ২২ গজে ঝড় তুলেন ১৮ বছর বয়সী এই তরুণ। ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই দলকে জয় এনে দেয়া নান্দনিক ইনিংস খেলেন তিনি। তার ২৬ বলে ৫৬ রানের ইনিংসেই মূলত জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ।

আফিফ ছাড়াও এই ম্যাচে আরেকজন টাইগার ব্যাটসম্যানের কথা বিশেষভাবে বলতে হবে। তিনি হলে মোসাদ্দেক হোসেন। এদিন ২৪ বলে ৩০ রান করেন তিনি। মোসাদ্দেক-আফিফের ৮২ রানের জুটির সুবাদেই ম্যাচ জিতে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App