×

জাতীয়

রোগীর সংখ্যা নয় থেকে ছয়শ’র মধ্যে উঠা নামা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৫ পিএম

রোগীর সংখ্যা নয় থেকে ছয়শ’র মধ্যে উঠা নামা
চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১২ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নয়’শ থেকে ছয়’শর মধ্যেই উঠা নামা করছে। গত ২৪ ঘন্টায় (১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৭৫০ জন। আক্রান্তের সংখ্যা বুধবার ৬৩৪ জন ও মঙ্গলবার ৭৫৩ জন ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, পহেলা জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৩৬৭ জন। হাসপতাাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৬ হাজার ১৪১ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ২৯ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৩৫৫ এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৩৭ ও ঢাকার বাইরে এ সংখ্যা ৫১৩ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু সন্দেহে ১৯৭টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১০১ টি মৃত্যু পর্যালোচনা করে ৬০ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App