×

জাতীয়

রায়গঞ্জে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৭ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সাথে ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২জন নিহত ও ৮জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় মহসড়কে আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় বৃষ্টির সময় ঢাকা থেকে উত্তবঙ্গগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে ওভারটেক করার সময় বিপরিত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। পরে ষোলমাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ট্রাকের কেবিনে আটকে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং মুমুর্ষ অবস্থায় একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার অবস্থা আশংকাজন। দুর্ঘটনায় বাসের ৫যাত্রী আহত হয়েছে।। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত মো. আক্তারুজ্জামান জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে অপসারণ করায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App