×

সাময়িকী

ভ্যানগগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম

শালিখের দল নেমেছে এখানে এই ভেজা ঘাসে মাঠে চোখ পড়লে আমার কী দোষ? সরসির আহ্লাদে চাপাধ্বনি-টানে মন ছুটে যায় বউ কুড়ানির হাটে! সশরীরে আমি হড়কাতে চাই জলঝর্ণার খাদে! পাড়ের কাছেই ব্যাকুল বতিচেল্লি হয়ে থাকি ওই পুকুরে শরিক কিন্তু এক আনারও নই পর্দা উড়ুক, দৃষ্টি জুড়োক, রঙ গুলিয়ে রাখি বউ টুবানির জলঝর্ণা আঁকতে পারছি কই! রঙ গোলাচ্ছি মন জমিতে অচিনপুরের আমি শালিখরঙের খয়েরিকে কোথাও দেখছি না জলঝর্ণা ধার যদি দেয়, ভাবছি গিয়ে নামি! মনবেড়াকে ডিঙিয়ে তো আর সুযোগ পাচ্ছি না! শালিখের দল সারাটা দুপুর নূপুর খুঁজতে থাকে আর, ছবিয়াল কামনাকে আঁকে পোর্ট্রেটে রং ভরে? পরশি এসে শাসিয়ে গেল নগ্ন ছবিটাকে! জানেনি, সময় পারেনি রাখতে সময়ের দাম ধরে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App