×

সাময়িকী

প্রজাপতি কাশফুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম

কাশফুলের মতো শাদা শাদা প্রজাপতি উড়ছে সমস্ত আকাশে সবুজ জলজ ভূমিতে বিছানো শরতের শীতল পাটি! বিচূর্ণ স্মৃতির রেণু তোমার খোঁপায় আর আমার নীলরঙা পাঞ্জাবির পকেটে এখানে স্বপ্ন ভেঙে ভেঙে কাশের ভেলায় চড়ে অতৃপ্ত আত্মার স্নান হবে- অপেক্ষা করো আহারে পৌষালী জীবন- রমাকান্ত কামারের হাপরের তাপে গলে যাবার আগে কয়েক চুমুক পান করে নিচ্ছে বেতফলের রস! আর- আমাদের শরত-কন্যারা দেখো হাতে হাতে নিয়ে ফিরছে আনন্দ কেশর! আকাশে স্বর্ণমুদ্রার মতো হাসছে চাঁদ আর তার অশরীরী আলোয় ধনী হয়ে উঠছে মহুয়া বাগানের মাফলার হয়ে ওঠা নরম কাশের বন!! দেবো না, দেবো না বলে যা কিছু পকেটে ছিল আজ তার সবকিছু উজাড় করে নিঃস্ব হতে ভীষণ ইচ্ছে হলো।।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App