×

জাতীয়

পদ্মা সেতুর টোল আদায়ে 'কোরিয়ান এক্সপ্রেস কর্পোরেশনের' সঙ্গে চুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৪ পিএম

পদ্মা সেতুর টোল আদায়ে 'কোরিয়ান এক্সপ্রেস কর্পোরেশনের' সঙ্গে চুক্তি
পদ্মা বহুমুখী সেতুর পরিচালনা, টোল আদায়ের জন্য 'কোরিয়ান এক্সপ্রেস কর্পোরেশনের' সঙ্গে সমঝোতা স্বাক্ষর হয়েছে। আজ বৃহস্পতিবার বনানী সেতু ভবনে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। তবে এই স্মারক চুক্তি পর্যন্ত পৌছাতে আরো সময় লাগবে। কারণ সেতুর টোল ফী কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এই বিষয়ে এখন পর্যন্ত করিয়ান কর্পোরেশন ও বাংলাদেশ সরকারের মধ্যে কোন আলোচনা হয়নি। চুক্তি অনুযায়ী কোরিয়ান এক্সপ্রেস কর্পোরেশনের একটি কারিগরি টিম পদ্মা সেতু এলাকা পরিদর্শন করে সেতু রক্ষণাবেক্ষণ পদ্ধতি, প্রয়োজনীয় জনবল সহ একটি কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করবে। এছাড়া প্রতিষ্ঠানটি সেতুর রক্ষণাবেক্ষণে ট্রাফিক ইনফরমেশন অ্যাপলিকেশন চালু করবে।ট্রাফিক ইনফরমেশন অ্যাপলিকেশন চালু হলে প্রতিমুহুর্তেই সড়ক সেতু ও এর আওতাধীন অন্য যে কোন অবস্থানে থাকা সব ধরনের যানবাহন সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মোবাইল, বেতার বা অন্য ডিভাইসের মাধ্যমে চালক ও যাত্রীরা জানতে পারবেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং করিয়ান এক্সপ্রেস কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App