×

জাতীয়

দেশে বনায়নের পরিমাণ ২২ ভাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৩ পিএম

দেশে বনায়নের পরিমাণ ২২ ভাগ

ফাইল ছবি

দেশে বর্তমানে বনায়নের পরিমাণ প্রায় ২২ ভাগ। আর সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) একাদশ সংসদের চতুর্থ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মন্ত্রী জানান, বাংলাদেশের মোট আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার। সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর। যা দেশের মোট আয়তনের প্রায় ১৫ দশমিক ৫৮ ভাগ। তবে বাংলাদেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের প্রায় ২২ দশমিক ৩৭ ভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App