×

জাতীয়

তেজগাঁওয়ে শ্রমিকদের সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৮ পিএম

তেজগাঁওয়ে শ্রমিকদের সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ
তেজগাঁওয়ে শ্রমিকদের সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ
তেজগাঁওয়ে শ্রমিকদের সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ
নিয়মবহির্ভূত শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নাসা গ্রুপের গার্মেন্টসের সামনে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। পরে প্রায় সাড়ে তিনঘণ্টা পর দুপক্ষের সমঝোতার ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অবস্থানের পর বৃহস্পতিবার সকাল আটটা থেকে আবারও সড়কে অবস্থান নেন তারা। শ্রমিকরা জানান, গত দুদিন ধরে নিয়মবহির্ভূত ভাবে বেতনসহ অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধ না করেই গার্মেন্টস থেকে ছাঁটাই করা হয়েছে। অনেকে ছাঁটাইয়ের পর গার্মেন্টস থেকে বের না হতে চাইলে তাদের মারধরও করা হচ্ছে। এ নিয়ে এই অসন্তোষের সূত্রপাত। শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল ও সাতরাস্তা মোড়ে অবস্থানের কারণে এক পাশে মগবাজার ও অপরদিকে মহাখালীর সড়কে যানজটের সৃষ্টি হয়। অফিস ও স্কুলগামীদের হেঁটে গন্তব্যে যেতে হয়। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুক জানান, নিয়মবহির্ভূত শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে কাল রাতে শ্রমিকরা রাস্তা অবরোধ করে। সমস্যার সমাধান না হওয়ায় ফের আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা রাস্তায় নামে। পরে দুপক্ষের সমঝোতায় বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা থেকে সরেযায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App