×

শিক্ষা

ঢাবির শাহ নেওয়াজ ছাত্রাবাসের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫০ এএম

ঢাবির শাহ নেওয়াজ ছাত্রাবাসের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ
তুচ্ছ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত দশটার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, এক প্রাইভেটকার চালক আজীমপুর কবরস্থানের গেইট সংলগ্ন দোকানের সামনে প্রাইভেট কার পার্কিং করে৷ দোকানের কর্মচারী তাকে গাড়ি পার্কিং করতে নিষেধ করে৷ পরে তর্কাতর্কির জের ধরে প্রাইভেটকার চালক ওই ছেলেকে আঘাত করে৷ দোকানের মালিক হাবিব বিষয়টি শাহনেওয়াজ হলের শিক্ষার্থীদের জানায়৷ পরে হোস্টেল থেকে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে যায়৷ ওই দোকানের ছেলেকে মারধর করার কারণ জানতে চায় তারা৷ পরে নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই দোকান কর্মীকে থানায় নিয়ে যেতে চাইলে উপস্থিত শিক্ষার্থীরা তাতে বাঁধা দেয়৷ পরে পুলিশের সাথে কথা কাটাকাটি হলে সংঘর্ষ বাঁধে৷ এসময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওই প্রাইভেটকারটি ভাঙচুর করে৷ পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্য এবং শাহ নেওয়াজ হলের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ডেন মো. আখতারুজ্জামানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়৷ এ বিষয়ে পুলিশের নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম পুলক জানান, সামান্য ইস্যু নিয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের এক ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে এটা ঠিক হয়ে যায়। আমরা গাড়িটি থানায় পুলিশ হেফাজতে রাখব। শাহ নেওয়াজ হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডেন ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক মো.আখতারুজ্জামান বলেন, আসলে ছোট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে৷ পরে পুলিশ ও শিক্ষার্থীদের সাথে কথা বলে তা সমাধান করেছি। এখন সব কিছু স্বাভাবিক আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App