×

সাময়িকী

অন্বেষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম

প্রত্যেকেই ভুলে যেতে চায়, আমিও চেয়েছি? মন টানে পেছনে তাকাই; চোখের চুম্বন পেয়ে বিক্ষত অতীত জেগে ওঠে। শিশির শুকিয়ে যায়, রৌদ্রের রিরংসায় কাঁপে চলাচল; পিপাসার পানি যায় মোহান্তের খোঁজে। অনিবার্য কে পথ না পিপাসা, এ প্রশ্নে পুড়ে যায় লক্ষ প্রণোদনা। পেছনে তাকাই তন্ন তন্ন করি ব্রহ্মাণ্ডের বাড়ি- পাওয়া যায় দীর্ঘ বিস্মৃতি। ভালোবাসা ভয়ঙ্কর খুব ক্ষণস্থায়ী, প্রাপ্তি নেই- না পাওয়ার হিংস্র হাহাকার। মন টানে পেছনে তাকাই, বিশীর্ণ আত্মার নদী দিগন্তে নীরব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App