×

জাতীয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৫ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের খাদিজা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খাদিজার বাবা কারখানা শ্রমিক ইসমাঈল হোসেনও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

শিশুটির চাচা মোঃ ইব্রাহীম জানান, কদমতলি ধনিয়ার নাসির উদ্দিন রোডে থাকে খাদিজার পরিবার। শিশুটির মায়ের নাম শিউলি আক্তার। বাবা মায়ের একমাত্র মেয়ে খাদিজা। হঠাৎ জ্বরাক্রান্ত হওয়ায় গত ৮ তারিখ শিশুটিকে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এর পরদিন তার বাবাও জ্বরাক্রান্ত হলে তাকেও একই হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তারও ডেঙ্গু জ্বর ধরা পড়ে। বৃধবার ওই হাসপাতালে শিশুটির অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। পরে ঢামেকে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন। এছাড়া আগের রোগীর মধ্য থেকে ছাড়পত্র নিয়েছে ৮৭ জন। বর্তমানে ২৭৬ জন ডেঙ্গু রোগী ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App