×

খেলা

হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৬ পিএম

হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

দেশের বাইরে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ছে লাল-সবুজের প্রতিনিধিরা

এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ হকিতে দ্বিতীয় ম্যাচেই অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। সিঙ্গাপুরে অভিষেক হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়বে।

আগের ম্যাচেই নতুন এক ইতিহাস গড়ে রিতু খানমের দল। দেশের বাইরে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও অভিষেকে জয়ের দেখা পাননি নমিতা-রিতুরা।

মেয়েদের হকির ইতিহাসে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতল বাংলাদেশ। ০-৩ গোলে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর দিনই জয় ধরা দিল। খেলার প্রথমার্ধে তারিন খুশির গোলে ১-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে অন্য গোলটি করেন অধিনায়ক রিতু খানম।

টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে সিঙ্গাপুর, হংকং, শ্রীলঙ্কা, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান। গ্রুপ পর্বের খেলাগুলো হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। টুর্নামেন্টের সেরা দুই দল আগামী বছর জাপানে অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপে খেলার টিকেট পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App