×

আন্তর্জাতিক

সন্ত্রাসবাদ মোকাবিলায় ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৯ পিএম

সন্ত্রাসবাদ মোকাবিলায় ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ জারি
সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য নিষেধাজ্ঞা ব্যবস্থার সম্প্রসারণ এবং আধুনিকায়নের জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রেস সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নির্বাহী আদেশ জারি করা হয়েছে। এই আদেশে সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে জোরালো নিষেধাজ্ঞা আরোপ এবং বিশ্বব্যাপী তাদের আর্থিক , বস্তুগত এবং প্রায়োগিক সমর্থন সহযোগিতা বন্ধের বিধান রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন জানে যে তারা যদি সজ্ঞানে চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের সঙ্গে কোন রকম উল্লেখযোগ্য দেওয়া নেওয়ায় সম্পৃক্ত হয় , তা হলে তারাও নিজেদের ঝুঁকির মুখে ফেলবে। ঐ বিবৃতিতে ট্রাম্প আরও বলেন যে আমার দায়িত্ব গ্রহণের সেই প্রথম দিন থেকেই ন যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং আমাদের সহযোগিরা সিরিয়া এবং ইরাকে আইএস নিয়ন্ত্রিত এলাকার শতভাগ মুক্ত করেছে এবং বিশ্বব্যাপি আইসিস , আল ক্বায়দা এবং হিজবুল্লাহর আর্থিক এবং অপেরাশানাল নেটওয়ার্কের উপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App