×

বিনোদন

শাকিবকে প্রযোজনা প্রতিষ্ঠানের অভিযোগপত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৬ পিএম

শাকিবকে প্রযোজনা প্রতিষ্ঠানের অভিযোগপত্র
ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানকে অভিযোগপত্র পাঠিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। শুটিংয়ে অবহেলা, সময় না দেওয়া ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করায় এ অভিযোগপত্র প্রেরণ করা হয়েছে। ‘একটু প্রেম দরকার’ ছবিকে ঘিরে এই নোটিশটি অভিযুক্ত শাকিব খান ছাড়াও অনুলিপি পাঠানো হয়েছে তথ্য মন্ত্রণালয়, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পী সমিতি বরাবর। এ চিঠিতে শাপলা মিডিয়া উল্লেখ করে, ‘‘একটু প্রেম দরকার’ সিনেমাটিতে আপনাকে আপনার পারিশ্রমিক বাবদ ৬০ লাখ টাকা পরিশোধ সাপেক্ষ ২৬ জুলাই ২০১৮ তারিখে আপনি মহরতে অংশ নেন। এটি মুক্তির দেওয়ার কথা ছিল একই বছরের ১৫ ডিসেম্বর। কিন্তু আপনি নিয়মিত কল টাইমের ৪-৫ ঘণ্টা পরে আসতেন। কোনোদিন আসতেন না। আপনার এসকল কার্যকলাপের পরে ছবিটিতে অতিরিক্ত ১ কোটি টাকা খরচ বাড়ে। কিন্তু এখন পর্যন্ত ছবির ডাবিংয়ে আপনি অংশ নেননি।’’ অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর মধ্যে শাকিব খান সেলিম এন্টারপ্রাইজের ‘শাহেন শাহ’, নিজের প্রযোজিত ‘পাসওয়ার্ড’ নির্মাণ ও মুক্তি, ‘বীর’-এর কাজ, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘আগুন’-এর কাজ করলেও ‘একটু প্রেম দরকার’-এর কাজ শেষ করছেন না। বিষয়টি নিয়ে শাপলা মিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে এর কর্ণধার সেলিম খান বলেন, ‘২-৩ দিন শিডিউল দিলেই ডাবিং শেষ হবে। প্রায় দুইমাস শাকিবের কাছে ডেট চাওয়ার পরেও তিনি ডেট দিচ্ছেন না। বাধ্য হয়েই এই অভিযোগপত্র আমরা দিয়েছি।’ এদিকে এ ব্যাপারে শাকিব খানের নম্বরে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App