×

জাতীয়

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩২ পিএম

বাংলাদেশে আশ্রিত ১১ লাখ রোহিঙ্গার সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক ও আসিয়ানসহ অন্যান্য আঞ্চলিক ফোরামে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, অষ্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিকবাহিনীর দায়ী বক্তিদের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চীন, জাপান ও ভারতসহ বন্ধু রাষ্ট্রগুলোকে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে। আশা করছি, বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার শিগগিরই রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করবে। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমানা আলীর প্রশ্নের উত্তরে সংসদকে এসব কথা জানান প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App