×

জাতীয়

বিশ্বনেতা বঙ্গবন্ধু, আমি নই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৪ পিএম

বিশ্বনেতার দাবিদার আমি নই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বিশ্বনেতা নই। এটি আমি বিনয়ের সঙ্গে বললাম। বিশ্বনেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুধবার জাতীয় সংসদে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদকে এসব কথা জানান প্রধানমন্ত্রী।

নির্ধারিত প্রশ্নের বাইরে সর্ম্পূরক প্রশ্নে গণফোরাম নেতা মোকাব্বির খান প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, বিশ্বনেতা বঙ্গবন্ধু এবং বিশ্বনেতা শেখ হাসিনাকে কিভাবে আপনি হৃদয়ে ধারণ করেছেন? এর উত্তরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, স্বাধীনতাহীন জাতিকে মুক্ত করেছেন। নিজের জীবনের দিকে তিনি তাকাননি কখনো। জাতির পিতার সঙ্গে কারো তুলনা চলে না।

তিনি দেশ শুধু স্বাধীনই করেননি। দেশের ৮২ শতাংশ মানুষ ছিল দারিদ্র্য সীমার নিচে। যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তাকে হত্যা করা হয়। আর এর ক্ষতির সম্মুীখীন হয় দেশের মানুষ। জাতির পিতা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আমার উদ্দেশ্য। এটিই আমার উদ্দেশ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App