×

জাতীয়

পশ্চিমাঞ্চলে স্পেশাল ট্রেন আর চালানো হবে না: রেলসচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৭ পিএম

ঈদ বা কোন পার্বণে পশ্চিমাঞ্চলে স্পেশাল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদে (কোরবানী) মাত্রাতিরিক্ত শিডিউল বিপর্যয়ের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেল সচিব মোফাজ্জেল হোসেন।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রেল সচিব বলেন, পশ্চিমাঞ্চলে এবারের ঈদুল আজহায় শিডিউল বিপরর্যয়ের কারণে যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়েন। মূলত ২৪টি ট্রেনের জায়গায় ৪৪টি ট্রেন অর্থাৎ ২২টি অতিরিক্ত ট্রেন চালানোর কারণে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।

সচিব জানান, অতিরিক্ত ট্রেন চালালে শিডিউল ঠিক রাখা যায়নি। স্পেশাল ট্রেনের বগিগুলো নিয়মিত ট্রেনের সঙ্গে যুক্ত করে তারপর অনেকগুলো বগি সম্মিলিত ট্রেন চালানো হবে বলে জানান রেল মোফাজ্জেল হোসেন।

প্রসঙ্গত: এবারে ঈদে ৭ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত সুন্দরবন এক্সপ্রেস, ধূমকেতু, নীল সাগর, রংপুর, দ্রুতযান, চিত্রা, একতা, বনলতা, সিল্কসিটি, মোহনগঞ্জ, রাজশাহী এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের সব ট্রেনে প্রতিদিনই প্রায় ১০-২৪ ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এছাড়াও ট্রেন যাত্রার মধ্যে সুন্দরবন এক্সপ্রেসের তিনটি কোচ লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল না করায় চার-পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। এতে চরম দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। এর ফলে প্রধানমন্ত্রী কার্যলয় থেকেও রেলের কাছে জবাব চাওয়া হয়।

স্মরণকালের ভয়াবহ শিডিউল বিপর্যয়ের ঘটনায় পশ্চিমাঞ্চল সদর দফতরে ওই সময়ে প্রতিদিনই দফায় দফায় বৈঠকে বসেন শীর্ষ কর্মকর্তারা। গঠন করা হয়েছিল পাঁচ সদস্যের তদন্ত কমিটিও। সে খানে উঠে আসে সিঙ্গেল লাইনে মাত্রাতিরিক্ত ট্রেন চালানোর ফলেই এ ধরনের সিডিউল বিপর্যয় ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App