×

জাতীয়

নদী উদ্ধারে নতুন দখলবাজী বন্ধের দাবি পরিবেশবাদীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৩ পিএম

পরিবেশবাদী সংগঠনগুলো দাবি করেছে নদী রক্ষায় একদিকে চলছে সরকারের উদ্ধার কাজ অন্যদিকে দখলবাজরা চালাচ্ছে ভরাট কাজ। তাই নদী উদ্ধারের সঙ্গে নতুন দখলবাজী বন্ধ করা জরুরি। বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ৪৫টি পরিবেশবাদী সংগঠনের বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদ আয়োজিত আগামী ২১ সেপ্টেম্বরের ‘বিশ্ব নদী দিবস’পালনের প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় বক্তারা বলেন, দেশের বেশির ভাগ নদী আজ মৃতপ্রায়। এক সময়ে বাংলাদেশে ছোট-বড় প্রায় সাড়ে ১১শ’নদী ছিল। বর্তমানে আছে ৪০৫টি। নদী না বাঁচলে, বাঁচবে না বাংলাদেশ। তাই নদী নিয়ে পরিবেশবাদী ও বিশেষজ্ঞসহ সাধারণ মানুষের যত উদ্বেগ। তবে নদী রক্ষার তৎপরতা গোটা দুনিয়াজুড়েই। এ কারণে নদী সম্পর্কে সচেতনতা বাড়তে বিশ্বব্যাপী বছরের সেপ্টেম্বরের শেষ রোববার পালিত হয়ে আসছে ‘বিশ্ব নদী দিবস’। আর বাংলাদেশ তার একদিন আগে এ দিবস পালন করে আসছে। এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে, 'মার্স ফর রিভার' গত বছরের স্লোগান ছিল ‘দখল দুষণমুক্ত প্রবাহমান নদী, বাঁচবে প্রাণ ও প্রকৃতি’। দিবসটি উপলক্ষে বিভিন্ন পরিবেশবাদী ও নদীপ্রেমী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন শুরু হয় কানাডার ব্রিটিশ কলম্বিয়া (বিসি) ইন্সটিটিউট অব টেকনোলজি। বাংলাদেশে ২০১০ সাল থেকে এ দিবস পালিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App