×

জাতীয়

ট্রেনে অবৈধ মালামাল নিয়ন্ত্রণে স্ক্যানার বসানোর সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫১ পিএম

ট্রেনে অবৈধ মালামাল নিয়ন্ত্রণে স্ক্যানার বসানোর সুপারিশ
রেলের মাধ্যমে যাতে অস্ত্র, মাদকসহ অবৈধ মালামাল বহন করতে না পারে সেজন্য ঢাকার কমলাপুর, বিমানবন্দর ও চট্টগ্রাম রেল স্টেশনে এখনই স্ক্যানার মেশিন বসানের সুপারিশ করেছে রেলওয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংসদ ভবনে স্থায়ী কমিটির একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ. বি. এম ফজলে করিম চৌধুরী এমপি। বৈঠকে ট্রেনে অবৈধ মালামাল পরিবহন প্রতিরোধ ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে ঢাকার কমলাপুর ও বিমান বন্দর ও চট্টগ্রাম স্টেশনে বডি স্ক্যানার এবং ল্যাগেজ স্ক্যানার দ্রুত স্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া কমিটি ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সকল জেলা ও উপজেলা স্টেশনেও বডি স্ক্যানার ও লাগেজ স্ক্যানার স্থাপনের সুপারিশ করে। কমিটি গাজীপুরের ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। এ সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেলকে ভারত বা চীনের রেল পরিসেবার আদলে ঢেলে সাজানো হবে বলে কমিটিকে জানান। বৈঠকে সিলেটের কুলাউড়ায় সেতু ভেঙে রেল দূর্ঘটনার তদন্ত রিপোর্ট উত্থাপিত হয়। রিপোর্টে জানানো হয়, এ দুর্ঘটনায় মোট ২৮ লাখ ৩৪ হাজার ২৫৭ টাকার ক্ষতি হয়। দূর্ঘটনায় জন্য এসএসএই/ওয়ে কুলাউড়া মো. জুলহাস এবং মেট গ্যাং সাইফুল আলমকে দায়ী করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কর হচ্ছে বলে জানানো হয়। দূর্ঘটনা রোধে ৭ দফা সুপারিশ করা হয়েছে। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরাল এবং সংক্ষিপ্ত জীবনী মার্বেল পাথরে লিপিবদ্ধ করে স্টেশনগুলির দর্শনীয় স্থানে স্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, শফিকুল আজম খাঁন, মো: সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এবং নাদিরা ইয়াসমিন জলি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App