×

জাতীয়

বিরতি একদিন, বিকেল ৫টায় বসছে সংসদ অধিবেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩০ পিএম

বিরতি একদিন, বিকেল ৫টায় বসছে সংসদ অধিবেশন
আবারো বসছে ১১ তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। মহরমের ছুটির জন্য গতকাল (১০ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন বন্ধ ছিল। অধিবেশনর শুরুতে প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্ব আছে। থাকছে পয়েন্ট অব অর্ডার। আজ মাতৃভাষা ইনস্টিটিউট বিল ২০১৯ সংসদে পাশ হবার কথা। মাতৃভাষাকে নিয়ে আরো গবেষণার সুযোগ সৃষ্টি, সমৃদ্ধ ও সুরক্ষিত করতে এ বিলটি উত্থাপন করবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এছাড়া কাস্টমস বিল, বাংলাদেশ পতাকাবাহী জাহাজ সুরক্ষা বিল দুইটির রিপোর্টও পেশ করা হবে। এ ছাড়া সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. রুস্তম আলী ফরাজী হিসাব সম্পর্কিত কমিটির ১৬,১৭ ও ১৮তম রিপোর্ট পেশ করবেন বলে সংসদ সচিবালয় নিশ্চিত করেছে। একাদশ সংসদের চতুর্থ অধিবেশন শেষ হবার কথা আগামীকাল বৃহস্পতিবার রাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App