×

খেলা

আর্জেন্টিনার জয়ের দিনে হারল ব্রাজিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪১ পিএম

আর্জেন্টিনার জয়ের দিনে হারল ব্রাজিল

ছবি: সংগৃহীত

নেইমার, কুতিনহো, ফিরমিনোর মতো তারকাভরা দল নিয়েও খর্বশক্তির দল পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল। সর্বশেষ দেখায় কোপার ফাইনালে এই পেরুকেই ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল তিতের শিষ্যরা। এই হারের ফলে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের মুখ দেখল ব্রাজিল।

সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হারের মুখ দেখেছিল সেলেসাওরা। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে একুশ ম্যাচ খেলে এটি পেরুর দ্বিতীয় জয়।

বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে পেরুর হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন লুইস আব্রাম।

অন্যদিকে আরেক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বড় জয় পেয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ম্যাচটিতে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লওতারো মার্তিনেজ। অন্য গোলটি এসেছে লিয়ানদ্রো পারেদেসের হাত ধরে। ম্যাচের প্রথমার্ধেই চারটি গোল পেয়ে যায় আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার বিপক্ষে হারার মধ্য দিয়ে টানা এগারো ম্যাচ জেতার পর প্রথম হারের মুখ দেখল মেক্সিকো। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে হেরেছিল দক্ষিণ আমেরিকার দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App