×

জাতীয়

সেতু নয় যেন মরণফাঁদ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৪ পিএম

সেতু নয় যেন মরণফাঁদ!

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ভাটা নদীর ওপর নির্মিত ব্রিজ ভেঙে গেছে -ভোরের কাগজ

নবীনগরে আলমনগর গ্রামের প্রবেশ পথে ভাটা নদীর ওপর নির্মিত ৩৫ মিটার কানেকটিভ ব্রিজটি প্রতিষ্ঠার পর থেকেই গলার কাঁটা হয়ে আছে। উপজেলা শহরে যাতায়াতের অন্যতম এই রাস্তায় নির্মিত সেতুটি ৭/৮ বছর ধরে জরাজীর্ণ থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেতুর প্রবেশ পথে দুইপাশে রেলিং ভেঙে যাওয়ায় অটোরিকশা, রিকশায় প্রায়ই খালে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন যাত্রীরা। সরেজমিনে গিয়ে জানা যায়, এই পর্যন্ত শতাধিক দুর্ঘটনায় ৫০/৬০ ব্যক্তি পঙ্গুত্ববরণ করেছেন। নিহত হয়েছেন ৪ জন। সেতুটি সরু হওয়ায় এক পাশে ছোট যানবাহন ঢুকলে অপর পাশে অন্য যানবাহন দাঁড় করিয়ে সাইড দিতে হয়। এলাকাবাসীর জানান, সরকারের এত উন্নয়নের পরও একটি প্রথম শ্রেণির পৌরসভার ১নং ওয়ার্ডের এমন জনদুর্ভোগ নজিরবিহীন। দ্রুত এই মরণফাঁদ সেতুটি ভেঙে জনদুর্ভোগ লাগব করতে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন। সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহামেদ খোকন বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি আমার আমলে আমলাতান্ত্রিক জটিলতায় ভেঙে নতুন করে নির্মাণ করা সম্ভব হয়নি।এটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। দ্রুত সেতুটি ভেঙে নতুন সেতু করা না হলে আরো দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীরা। এই সেতুটির কারণে দুর্ঘটনায় ৫০/৬০ আহত হয়ে পঙ্গু হয়েছেন, কয়েকজন মারাও গেছেন। এ ব্যাপারে নবীনগরের উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, ‘৩৫ মিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ করতে প্রায় ২ কোটি টাকা লাগবে। ইতোমধ্যে এলজিইিডির প্রজেক্ট ডিরেক্টর আমার কাছে লিখিতভাবে সেতুটি নির্মাণের প্রাথমিক তথ্যাদি চেয়েছেন। সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের ডিও দিয়েছেন দ্রুত সেতুটি ভেঙ্গে নতুন করে নির্মাণের জন্য। আশা করছি, খুব শিগগিরই সেতুটি নতুন করে নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App