×

জাতীয়

একদিন বাড়ে তো পরের দিন কমে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৫ পিএম

প্রতিদিনই নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অনেকে। তবে চলতি সেপ্টেম্বর মাসের ১০ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায় আক্রান্তের সংখ্যা একদিন বাড়ে তো পরের দিন কমে। গত দশ দিন ধরে এমন ধারাই অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭৫৩ জন। সোমবার আক্রান্তের সংখ্যা ছিলো ৭১৬ এবং রবিবার ৭৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, পহেল সেপ্টেম্বর মোট আক্রান্ত হয় ৯০২ জন ২ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা কমে হয় ৮৬৫। ৩ সেপ্টেম্বরও আক্রান্তের সংখ্যা ছিলো কমতির দিকে। ওই দিন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয় ৭৮৩ জন। ৪ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা ছিলো আবারো উর্ধ্বমুখী। ৮২০ জন আক্রান্ত হয়। ৫ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা ছিলো নিম্নমুখী। সেদিন আক্রান্ত হয় ৭৮৮। ৬ সেপ্টেম্বর ৭৯৩ এবং ৭ সেপ্টেম্বর ৬০৭ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু সন্দেহে ১৯৭ টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১০১টি মৃত্যু পর্যালোচনা করে ৬০টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার ডা. এমএম আক্তারুজ্জামান ভোরের কাগজকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনের সব কার্যক্রম যদি সঠিকভাবে চলতে থাকে এবং আবহাওয়াও যদি এমন থাকে তাহলে ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরো কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App