×

পুরনো খবর

২০২৫ সালের মধ্যে বরিশালে রেলসংযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮ পিএম

২০২৫ সালের মধ্যে বরিশালে রেল সংযোগ দেয়ার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, বিশদ নকশা প্রণয়ন ও দরপত্র দলিল প্রস্তুতসহ বরিশালে রেললাইন নির্মাণের জন্য ‘সম্ভাব্যতা সমীক্ষা’ প্রস্তাব ২০১৬ সালের ৯ অক্টোবর পরিকল্পনা মন্ত্রনালয় অনুমোদন দিয়েছে। ২০১৮ সালের ১৯ জুন পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে সমীক্ষা র্কাক্রম চলমান। চলতি বছরের জুলাই পর্যন্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৪৪ ভাগ। আমরা আশা করছি ২০২৫ সাল নাগাদ ঢাকা হতে পদ্মা সেতু হয়ে বরিশাল পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App