×

জাতীয়

রেল নেটওয়ার্কের আওতায় আসছে আরো ১৫ জেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৫ পিএম

শীঘ্রই দেশের রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হচ্ছে আরও ১৫টি জেলা। আর বর্তমানে দেশের ৪৪ টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় রয়েছে। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের যেসব প্রকল্প চলমান আছে এবং অতিদ্রুত যেসব প্রকল্প নেয়া হবে সেগুলো বাস্তবায়িত হলে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান, কক্সবাজার, নড়াইল, ঝালকাঠি, পটুয়াখালী, মানিকগঞ্জ, পিরোজপুর ও বরগুনা এই ১৫ টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।

এছাড়া রেলওয়ের বিদ্যমান মাস্টারপ্ল্যান সম্প্রতি হালনাগাদ করা হয়েছে। যার মেয়াদ ধরা হয়েছে ৩০ বছর (২০১৬ থেকে ২০৪৫)। এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পর লক্ষীপুর, শেরপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি- এ ৪ টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসবে। পরবর্তীতে ভোলা জেলাকেও এর আওতায় আনার পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App