×

জাতীয়

রওশন বিরোধী নেতা, কাদেরকে উপনেতা করে প্রজ্ঞাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫২ পিএম

রওশন বিরোধী নেতা, কাদেরকে উপনেতা করে প্রজ্ঞাপন
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং গোলাম মোহম্মদ কাদেরকে উপনেতা মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছে একাদশ জাতীয় সংসদ সচিবালয়। গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- জাতীয় সংসদে সরকারী দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদকে (১৪৯-ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং  উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ ১৯৭৯ মোতাবেক ১৮ লালমনিহাট-৩ হইতে নির্বাচিত সংসদ সদস্য জনাব গোলাম মোহম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে মাননীয় স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন। এর আগে গতকাল রবিবার বিকেলে জাতীয় পার্টির সংশোধীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে দলটির পক্ষ থেকে রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা এবং জি এম কাদেরকে বিরোধী দলীয় উপনেতা মনোনীত করার আহ্বান জানিয়ে স্পিকার বরাবর চিঠি দেয় দলটি। যদিও এর আগে রওশন ও কাদের পন্থীদের মধ্যে কে বিরোধী দলীয় প্রধান হবেন তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App