×

বিনোদন

মিউজিক ভিডিওতে রুনা লায়লা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৬ পিএম

মিউজিক ভিডিওতে রুনা লায়লা
মিউজিক ভিডিওতে রুনা লায়লা
আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে রুনা লায়লা’র গাওয়া বেশ কয়েকটি গান নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছিলো। রুনা লায়লা’র সেই গানগুলোই পরবর্তীতে এই দেশের নির্মাতাদের মধ্যে মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে দারুণ অনুপ্রেরণা যোগায়। অবশ্য মিউজিক ভিডিওর বর্তমান যে ঘরানা সেই ঘরানায় কখনোই রুনা লায়লাকে মিউজিক ভিডিওতে পাওয়া যায়নি। এবারই প্রথম নিজের গানের আয়োজন করে যথাযথভাবে নির্মিত মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন রুনা লায়লা। গতকাল দিনব্যাপী রুনা লায়লা তার নিজের সুর করা ‘ফেরাতে পারিনি আর’ গানের মিউজিক ভিডিওর শুটিং-এ অংশ নেন। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন রুনা লায়লা নিজেই। সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানটির রেকর্ডিং সম্পন্ন হয় গেলো ভালোবাসা দিবসে। অবশেষে ‘ধ্রুব মিউজিক স্টেশন’র আয়োজনে নির্মাতা শাহরিয়ার পলক রুনা লায়লার এই গানটির ভিডিও নির্মাণ করেছেন। রুনা লায়লা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,‘ ফেরাতে পারিনি গানের সুর আমারই করা। গানটিতেও কন্ঠ দিয়েছি আমি। নিজের সুর করা গান, নিজের গাওয়া কোন গানের মিউজিক ভিডিওতে এবারই প্রথম আমার অংশ নেয়া। যে কারণে নিজের ভেতরই ভীষণ ভালোলাগা কাজ করছিলো। বেশ আয়োজনের মধ্যদিয়ে, বেশ গুছিয়ে যত্ন নিয়ে শাহরিয়ার পলক মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে। সবাই বেশ আন্তরিকতা নিয়েই কষ্ট করে কাজ করেছে। আমি খুউব আশাবাদী গানটি নিয়ে।’ উল্লেখ্য রুনা লায়লা প্রথম সুর করেন আলমগীর পরিচালিত ‘ একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য। তার সুর করা গানে কন্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর। গানটি লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। গানের কথা ছিলো ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App