×

জাতীয়

মনাকষা সীমান্তে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:০১ পিএম

মনাকষা সীমান্তে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৬০০ বোতল ফেন্সিডিল, ১টি টাটা ট্রাক, ৪,৫০০ চটের বস্তা ও ২০টি ক্যারেট উদ্ধার করেছে বিজিবি। গত ০৮ সেপ্টেম্বরে রাত ১১টা ৪০ মিনিটে মনাকষা বিওপির একটি টহলদল সুবেদার মো.গোলাম মোস্তাফা’র নেতৃত্বে সীমান্ত পিলার ৭/৯-এস হতে আনুমানিক ৭ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লবপুর ইউনিয়নের গংগারামপুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন ট্রাক ড্রাইভার বিজিবির টহল দলের আগমন দেখে ট্রাকটি রেখে দ্রুত পাশের আম বাগানে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ট্রাক তল্লাশী করে ভারতীয় ৬০০ বোতল ফেন্সিডিল, ১ টি টাটা ট্রাক, ৪,৫০০ চটের বস্তা ও ২০ টি ক্যারেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ঊনচল্লিশ লক্ষ বাইশ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগতি সাপেক্ষে ধ্বংসের নিমিত্তে অত্র ব্যাটালিয়নের মাদকদ্রব্য ষ্টোরে মজুদ রাখা হয়েছে। ট্রাক, চটের বস্তা, ক্যারেট শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App