×

খেলা

বৃষ্টির কারণে শেষ দিনের খেলা শুরু হতে দেরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১ এএম

বৃষ্টির কারণে শেষ দিনের খেলা শুরু হতে দেরি
চট্টগ্রাম টেস্টে জয় পাওয়া টাইগারদের পক্ষে একপ্রকার অসাধ্যই। জয় তো দূরের কথা, এমনকি ড্র করাও রীতিমতো অসম্ভব। বলা যায়, আফগানদের বিপক্ষে হার এড়াতে বৃষ্টির আশীর্বাদ ছাড়া সাকিবের দলের সামনে যেনো আর কোনো উপায় নেই। বিষয়টি অকপটে স্বীকার করে চতুর্থ দিন শেষে টাইগার দলপতি সাকিব মজা করে বলেছিলেন, বৃষ্টি বাঁচাতে পারে তাদেরকে। বাংলাদেশের জন্য সত্যিই আশার বার্তা নিয়ে শুরু হয়েছে শেষ দিনের সকাল। চট্টগ্রামের আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। এই বৃষ্টি শুরু হয়েছে আগের দিন রাত থেকেই। আজ সোমবার সকাল থেকেও চলছে টানা। প্রবল বৃষ্টির কারণে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ঢেকে রাখা হয়েছে। মাঠের নানা জায়গায় জমে আছে পানি। এদিকে ৩৯৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। সাকিব ৩৯ রানে ব্যাট করছেন। ক্রিজে থাকা অপর ব্যাটসম্যান সৌম্য সরকার এখনো রানের খাতা খুলতে পারেননি। বৃষ্টি থেমে গেলে সাকিব ও সৌম্য শেষ দিনে ব্যাটিংয়ে নামবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App