×

অর্থনীতি

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যাংকিং বিনিয়োগের সুযোগ কম : বিআইবিএম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫১ পিএম

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যাংকিং বিনিয়োগের সুযোগ কম : বিআইবিএম
বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে পারেন না ব্যাংকাররা। চলমান ১০০ ইকোনমিক জোনের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো র সমন্বয়ের প্রয়োজন আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আজ সোমবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ ‘বিজনেস ফ্যাসিলিটি ইন স্পেশাল ইকোনমিক জোন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব পরামর্শ উঠে আসে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবীব। তিনি জানান, নির্দিষ্ট নীতিমালা না থাকায় অর্থায়নে ভয় পাচ্ছেন ব্যাংকাররা। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে মাত্র ৩৫ শতাংশ অর্থায়ন করা হয়। বাকি ৬৫ শতাংশ আসে ব্যাংকের এডি শাখা থেকে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, বেজা, হাইটেক অথরিটি গুলোর সমন্বয়ে একটি ফোরাম গঠনের পরামর্শ উঠে আসে সেমিনার থেকে। আহসান হাবিব আরো জানান, ব্যাংকগুলো এখানে নিরাপদে বিনিয়োগ করতে পারলে অর্থনৈতিক অঞ্চলগুলোর উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App