×

জাতীয়

পররাষ্ট্র সচিব হচ্ছেন মাসুদ বিন মোমেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৬ পিএম

পররাষ্ট্র সচিব হচ্ছেন মাসুদ বিন মোমেন

ফাইল ছবি

পররাষ্ট্র সচিব হচ্ছেন মাসুদ বিন মোমেন। তিনি বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরেই মাসুদ বিন মোমেন এর নিয়োগ চূড়ান্ত হতে পারে। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘে মাসুদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাবাব ফাতিমা নিয়োগ আদেশ অনুমোদন হয়েছে। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন পর্যন্ত মাসুদ বিন মোমেন সেখানেই দায়িত্ব পালন করবেন। মাসুদ দেশে ফিরে আসার পরই জাতিসংঘের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমা যোগ দেবেন। মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App