×

জাতীয়

নির্বাচন ভবনের আগুন, রংপুরের উপনির্বাচনে প্রভাব পড়বে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:২০ পিএম

নির্বাচন ভবনের আগুন, রংপুরের উপনির্বাচনে প্রভাব পড়বে না
নির্বাচন কমিশনের এন আইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেছেন, গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের আগুনে এক হাজারের কিছু কম ৭/৮ শর মত ইভিএম ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে রংপুর উপনির্বাচনে কোন সমস্যা হবে না। তিনি জানান, গত ২ থেকে ৩ দিন আগেও আমরা ইভিএম গ্রহণ করেছি। নিচের বেসমেন্টে মোট সাড়ে চার হাজার ইভিএম বিভিন্ন কক্ষে ছিল, যে কক্ষটিতে আগুন লাগে সেখানে হাজার খানেক মেশিন ছিল, এর মধ্যে যত না আগুনে ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশী পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যালট ইউনিট কোন ক্ষতি হয়নি। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেন, আমরা মনে করছি, যেহেতু এখানে কোন মানুষ প্রবেশ করে না, কোন গ্যাস সংযোগ নেই তাই বৈদ্যতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App