×

বিনোদন

নতুন কমেডি ধারাবাহিক ‘চোরাকাঁটা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৯ পিএম

নতুন কমেডি ধারাবাহিক ‘চোরাকাঁটা’

‘চোরাকাঁটা’ নাটকের একটি দৃশ্য

আহমেদ শাহাবুদ্দীনের রচনায় চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে কমেডি ধারাবাহিক নাটক ‘চোরাকাঁটা’। ধারাবাহিকটি পরিচালনা করেছেন অভিনেতা মীর সাব্বির। এখানে আরো অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, চিত্রলেখা গুহ, মৌসুমী হামিদ, ফারজানা রিক্তা, মিলন ভট্টাচার্য, জয়রাজ, এ্যানি খান প্রমুখ। ধারাবাহিকে মীর সাব্বির ও আ খ ম হাসান অভিনয় করেছেন পকেটমার ও চোরের ভূমিকায়।

নাটকে তাদের নাম রশিদ ও মফিজ। এরা দুই বন্ধু। দুজনেই ঢাকা শহরে পকেটমারার পেশার সঙ্গে যুক্ত। ব্যবসা করার অর্থ জোগাড় করতে পকেটমারের পেশা পরিবর্তন করে তারা ঢাকা থেকে চুরি করতে আসে একটি অজানা গ্রামে। গ্রামের নাম হালুয়াকান্দি। চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় বাড়ির মালিক মকবুলের হাতে। বিচারে গ্রামের প্রভাবশালী তাদের অভিনব শাস্তি প্রদান করেন। শাস্তির নাম ‘সাজা-এ-শাদী’। সাজা-এ-শাদী’তে রশিদের বিয়ে হয় ওই গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক মেয়ের সঙ্গে ও মফিজের বিয়ে হয় একজন দজ্জাল নারীর।

ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল ১০ সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App