×

জাতীয়

দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫০ পিএম

দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন

ঢাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাহিনীর মহাপরিচালক ও মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ ফলজ ও ভেষজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। নির্মল পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী এ বৃক্ষরোপণের কর্মসূচী গ্রহণ করা করেছে। এ সময় বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মো. কামাল মামুন, উপ-মহাপরিচালক (অপারেশন্স) মাহবুব উল ইসলাম ও উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহ্বুদ্দিনসহ সদর দপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App