×

মুক্তচিন্তা

ঘটনার সুষ্ঠু তদন্ত জরুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১২ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২তলা ভবনের বেসমেন্টে গত রবিবার রাত ১১টার দিকে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এই বেসমেন্টেই ইভিএম, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী নানা গুরুত্বপূর্ণ সামগ্রী রয়েছে বলে জানা গেছে। দেশের গুরুত্বপূর্ণ একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। আগুনের সূত্রপাত কী করে, তা তদন্ত না করে বলা যাবে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও ইসি কর্মকর্তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উন্মোচিত হবে বলে আশা করছি। জানা যায়, ভবনটির বেসমেন্টে ইভিএম, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী নানা গুরুত্বপূর্ণ সামগ্রী রয়েছে। আগুনে ইভিএমসহ বেশ কিছু সামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে। ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, মোট চার হাজার ৫০০ ইভিএম সংগ্রহ করা হয়েছে। কিছু ইভিএম সেখানে ছিল। তবে কতগুলো বেসমেন্টে ছিল, তা নির্দিষ্ট করে তিনি বলতে পারেননি। নির্বাচন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ হাজারের কম ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এ ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) গঠিত তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কী করে, তা তদন্ত না করে কিছু বলতে পারছেন না ফায়ার সার্ভিস ও ইসি কর্মকর্তারা। ইসি কর্মকর্তারা দাবি করেছেন, আগুনে জাতীয় পরিচয়পত্র ডাটাবেসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনা তদন্তে নির্বাচন কমিশন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিসও একটি তদন্ত কমিটি গঠন করেছে। নির্বাচন কমিশন ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে হঠাৎ অগ্নিকাণ্ডের বিষয়টি সুষ্ঠু তদন্তের প্রয়োজন রয়েছে। বেসমেন্টের এমন সংরক্ষিত স্থানে আগুন লাগার বিষয়টি রহস্যময়। অগ্নিকাণ্ড ঘটনাটি স্বাভাবিক না পরিকল্পিত তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন। আমরা চাই বিষয়টির সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে প্রতিবেদন দাখিল করবে ফায়ার সার্ভিস ও নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App