নির্বাচন ভবনের আগুন, রংপুরের উপনির্বাচনে প্রভাব পড়বে না

আগের সংবাদ

তিন মাসের মধ্যে প্রতিবন্ধীদের উত্তরপত্র মূল্যায়নে বিধি প্রণয়নের নির্দেশ

পরের সংবাদ

দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯ , ২:৫০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯ , ২:৫০ অপরাহ্ণ

ঢাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাহিনীর মহাপরিচালক ও মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ ফলজ ও ভেষজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

নির্মল পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী এ বৃক্ষরোপণের কর্মসূচী গ্রহণ করা করেছে।

এ সময় বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মো. কামাল মামুন, উপ-মহাপরিচালক (অপারেশন্স) মাহবুব উল ইসলাম ও উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহ্বুদ্দিনসহ সদর দপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়