×

খেলা

হ্যারি কেনের হ্যাটট্রিকে শীর্ষে ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৬ এএম

হ্যারি কেনের হ্যাটট্রিকে শীর্ষে ইংল্যান্ড
রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারজয়ী ফরোয়ার্ড হ্যারি কেনের দুর্দান্ত হ্যাটট্রিকে ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বুলগেরিয়ার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচটিতে থ্রি লায়ন্সদের হয়ে অপর গোলটি করেন ফরোয়ার্ড রহিম স্টার্লিং। এর মধ্য দিয়ে টানা ৩ ম্যাচে জয় পেল ইংল্যান্ড। ৯ পয়েন্ট নিয়ে এখন নিজেদের গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে গোল উৎসবের শুরু করেন হ্যারি কেন। ৪৯ মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। আর ম্যাচের ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যারি। এই গোলটিও আসে স্পট কিক থেকে। স্টার্লিংয়ের গোলটি আসে ম্যাচের ৫৫ মিনিটে। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে চেক রিপাবলিককে ৫-০ গোলে উড়িয়ে দেয় ইংলিশরা। নিজেদের পরের ম্যাচে তারা মন্টেনেগ্রোকে হারায় ৫-১ গোলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App