×

জাতীয়

রওশনকে বিরোধী দলের নেতা করে চিঠি দিচ্ছে জাপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:২০ পিএম

রওশনকে বিরোধী দলের নেতা করে চিঠি দিচ্ছে জাপা
সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সংসদীয় কমিটির বৈঠকে রওশন এরশাদকে আনুষ্ঠানিকভাবে বিরোধীদলীয় নেতা হিসেব মনোনীত করার জন্য স্পিকার বরাবর চিঠি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাপার সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে জাপার দু’পক্ষের সভায় সর্বসম্মতিক্রমে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা ও জিএম কাদেরকে দলীয় চেয়ারম্যান হিসেবে মেনে নেয়ার ব্যাপারে সমঝোতা হয়। বিষয়টি উল্লেখ করে দুপুরে মুজিবুল হক চুন্নু ভোরের কাগজকে বলেন, প্রতিটি সংসদ অধিবেশনের আগে বিরোধীদলের সংসদীয় কমিটির বৈঠক হয়। তবে গতকাল পর্যন্ত এটি অন্য গুরুত্ব বহন করেছে। জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বলেন, জাপার সব সমস্যার সমাধান হয়েছে। আজ (৮ সেপ্টেম্বর) আমরা একটা ফরমাল মিটিং করবো। এটি একটি রেওয়াজ। তবে মিটিং এর সিদ্ধান্ত আমরা চিঠি দিয়ে স্পিকারকে জানাব। পার্টির চেয়ারম্যানের বিষয়ে তিনি বলেন, জি এম কাদের দলের কাউন্সেলিং পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে দুপুর পর্যন্ত সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, রতনা আমীন হাওলাদার উপস্থিত থাকলেও রওশন এরশাদ ও জিএম কাদের ছিলেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App