×

রাজনীতি

পর্দা নামলো দেবর-ভাবি নাটকের!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:১০ এএম

পর্দা নামলো দেবর-ভাবি নাটকের!

রওশন এরশাদ ও জিএম কাদের। ছবি: ফাইল।

সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিতে (জাপা) পদ দখলের জমজমাট লড়াইয়ের মধ্যেই হঠাৎ পাল্টে গেল দৃশ্যপট। পর্দা নামলো দেবর-ভাবির নাটকের! অবশেষে জিএম কাদেরকেই পার্টির চেয়ারম্যান হিসেবে মেনে নিলেন রওশনপন্থিরা। আর কাদেরপন্থিরা পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকার করে নিলেন। এছাড়া এরশাদপুত্র সাদ এরশাদ উপহার হিসেবে পেলেন রংপুর-৩ আসনের টিকেট। গতকাল শনিবার রাতে পৌনে তিনঘণ্টাব্যাপী বৈঠকে সব নাটকীয়তার এভাবেই অবসান হয়েছে। বৈঠক শেষে জাপার প্রেসিডিয়াম সদস্য রওশনপন্থি নেতা এসএম ফয়সল চিশতি ভোরের কাগজকে বলেন, কিছু অমিমাংসিত বিষয় নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা এর মধ্য দিয়ে সমাধা হয়েছে। পার্টিতে আরো কোনো বিভাজন নেই। কোনো বিষয়ে কোরো আপত্তিও নেই। এর আগে রাত ৯টার দিকে রওশনপন্থি ও জিএম কাদেরপন্থি শীর্ষ নেতারা বারিধারা ক্লাবে গিয়ে পৌঁছান। তিনটি ইস্যুতে দুই পক্ষের নেতাদের মধ্যে বৈঠক শুরু হয়। এসময় জিএম কাদের এবং রওশন এরশাদও হাজির হন। বৈঠকে রংপুর-৩ আসনের উপনির্বাচনের সাদ এরশাদের মনোনয়ন, পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা ও উপনেতা নিয়ে আলোচনা হয়। প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ছাড়াও কাদের সমর্থকদের মধ্যে ছিলেন কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা। এছাড়া রওশন সমর্থকদের মধ্যে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, একেএম সেলিম ওসমান প্রমুখ নেতা। এদিকে, আজ রবিবার বসছে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, চিপ হুইপসহ কমিটির সদস্যরা। এ বৈঠকে বিরোধীদলীয় নেতা হিসেবে কে উপস্থিত থাকবেন তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। কেননা, পার্টির চেয়ারম্যান জিএম কাদের আর সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ দুজনেই বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য চিঠি দিয়েছিলেন স্পিকারকে। এ ব্যাপার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছিলেন, বিষয়টি জাতীয় পার্টির নিজস্ব ব্যাপার। তারা যাকে মনোনীত করবেন তিনিই হবেন বিরোধীদলীয় নেতা। এর আগে বিরোধীদলীয় নেতার পদ দখল নিয়ে দেবর-ভাবির বিরোধ চরমে পৌঁছে। গত বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান প্রশ্নে দুপক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। একাংশ রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করায় ‘গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার’ হুমকি দেন জি এম কাদের। এর ঘণ্টাখানেক আগেই রওশনের উপস্থিতিতে তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করে পার্টির অন্য অংশ। সেখানে ছয় মাসের মধ্যে কাউন্সিল করার কথা বলা হয়। এদিকে হঠাৎ করেই রওশন এরশাদ গতকাল শনিবারের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেন। সেই সঙ্গে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে নিজ বলয়ের প্রার্থী ঘোষণার বিষয়টিও স্থগিত করেন। সংসদ অধিবেশন শুরুর আগে দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন। আর জিএম কাদের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে ৩০ নভেম্বর পার্টির জাতীয় কাউন্সিল করার ঘোষণা দেন। তবে হঠাৎ করেই রাতের জরুরি বৈঠকের মধ্য দিয়ে সবকিছু পাল্টে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App