×

জাতীয়

তরুণদের অসামান্য অর্জনের স্বীকৃতি দেবে জেসিআই বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৭ পিএম

তরুণদের অসামান্য অর্জনের স্বীকৃতি দেবে জেসিআই বাংলাদেশ
দেশের তরুণদের অসামান্য অর্জনের স্বীকৃতি দিতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ( জেসিআই বাংলাদেশ)। এর অংশ হিসেবে আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেল রেডিসনে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় আট ক্যাটাগরিতে ১০ তরুণকে স্বীকৃতি দেবে সংগঠনটি। ক্যাটাগরির মধ্যে রয়েছে ব্যবসায়িক অর্জন, অসামান্য নেতৃত্ব, চিকিৎসা, সংস্কৃতি, পরিবেশ, খেলাধুলা, প্রযুক্তি, মানবিক উদ্যোগ। এই অবদানের স্বীকৃতি হিসেবে তাদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের নিয়ে গড়ে উঠেছে জেসিআই বাংলাদেশ। বর্তমানে বিশ্বের ১২০টির মতো দেশে কাজ করছে এই জেসিআই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App